ক্রীড়া ও সংস্কৃতিতে আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে ——————————ছবি চৌধুরী

40

দিরাই থেকে সংবাদদাতা :
দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী বলেছেন, খেলাধূলা ও সংস্কৃতি চর্চা লেখা পড়ারই অংশ। সুস্থ সংস্কৃতি চর্চা ও খেলাধূলা শরীর মনকে সতেজ রাখে। সংস্কৃতি ও খেলাধূলায় আমাদের রয়েছে গৌরবের ইতিহাস। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, পন্ডিত রাম কানাই দাস ও কামাল পাশা সহ অনেক নামিদামি আউল বাউল ও ক্রীড়া সংগঠকের বিচরন ভূমি হচ্ছে আমাদের এ ভাটি অঞ্চল। ক্রীড়া ও সংস্কৃতিতে আমাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখতে হবে। গতকাল শুক্রবার সকালে ডি.এস.এস.প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ছবি চৌধুরী এ কথা বলেন। একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ শাহ জাহান সিরাজের সভাপতিত্বে ও একাডেমীর ভাইস প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন দিরাই ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকূল চন্দ্র দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শৈলেন্দ্র চন্দ্র দাস, দিরাই ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক সন্দিপন দাস, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সর্দার (রুমি), জগদল কলেজের প্রভাষক মোস্তাক আহমদ, প্রভাষক জাফর সিদ্দিক, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহমুদ হাসান অলেক, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, সৈদুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন অভিভাবক ফাতেমা খাতুন, রুকুনুজ্জামান জহুরী, শিক্ষিকা মমতা রানী, সফছা বেগম, লাকী রানী রায়,সোহাগ আহমদ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন শিক্ষিকা ইয়াসরিন বেগম ও দ্বিপ্তী রাণী দাস। কোরআন তেলোয়াত করেন শিক্ষিকা পান্না বেগম, গীতা পাঠ করেন শিক্ষিকা নিরুপমা সরকার।