তাহিরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

14

বাবরুল হাসান বাবলু, তাহিরপুর

তাহিরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিনকে প্রধান আসামী করে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। সহিংসতার ঘটনায় গুরুতর আহত ঘাঘরা গ্রামের জাহাঙ্গীর আলম এর বড় ভাই জহিরুল আলম বাদী হয়ে রোববার তাহিরপুর থানায় ১৩ জনের নামে মামলা দায়ের করেছেন।
ঘটনার বিবরনে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদের ঈগল সমর্থিত ঘাঘরা গ্রামের দুই তরুন জাহাঙ্গীর আলম ও সোহাগ মিয়া ২৭ জানুয়ারী শনিবার বিকেলে বাদাঘাট বাজারে আসে। সে সময় বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন এর লোকজন ঘাঘরা গ্রামের জাহাঙ্গীর আলম ও সোহাগ মিয়াকে বেধরক মারপিঠ করে। এতে দুজনেই গুরুতর আহত হয়।
এ ঘটনায় জাহাঙ্গীর আলম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অপর আহত যুবক সোহাগ মিয়াও গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তাদের আত্মীয় স্বজনরা জানিয়েছেন। এরই সুত্র ধরে রোববার তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন ঘাঘরা গ্রামের আহত জাহাঙ্গীর আলম এর বড় ভাই জহিরুল আলম।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে প্রধান আসামী করে জখমীর বড় ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নামে মামলা দায়ের করেছে।