নির্মাণ কাজের পণ্য সামগ্রীর মূল্য কমানোর পাশাপাশি দরপত্রে উল্লেখিত পণ্য সামগ্রীর দর বর্তমান বাজার দরের সাথে সমন্বয় করার দাবিতে আগামী ২২ নভেম্বর সোমবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা দিয়েছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঠিকাদাররা। তাদের এ কর্মসূচীর পর দাবী পূরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। সভায় তারা বলেন, ঠিকাদাররা সরকারের উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হিসেবে কাজ করার ফলে সরকারের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আমরা চাই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার স্বার্থে ঠিকাদারদের ন্যায্য দাবী দ্রুত বাস্তবায়ন।
১৮ নভেম্বর রহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, সিলেট সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নিরেশ দাসের সভাপতিত্বে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার সেলিম আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সাইফুর রহমান খোকন, গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার দেবাংশু দাস মিঠু, এলজিইডি ঠিকাদার সমিতির সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা পরিষদ ঠিকাদার সমিতির সভাপতি তোজাম্মেল হক তাজুল, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির সদস্য জহির হোসেন তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি