কাজিরবাজার ডেস্ক :
সরকারের কঠোর বিধিনিষেধ না থাকায় ১১ আগষ্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চের বিচারকার্যক্রম ভার্চুয়ালি খুলে দেওয়া হবে।
রবিবার (৮ আগষ্ট) বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগষ্ট (বুধবার) হতে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এ সংক্রান্ত জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রসঙ্গত, এর আগে করোনার কারণে সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পরিচালিত হয়ে আসছিল সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম।