দেশের প্রাচীনতম বেসরকারী মাদরাসা শিক্ষাবোর্ড আযাদদ্বীনী এদ্বারায়ে তালিম বাংলাদেশ বিগত ১৪৩৮ হিজরী সনে তাকমিলফিল হাদীসে (মাষ্টার্স সমমান) আল হাইয়াতুল উলিয়ালিল জামি’আতিল ক্বওমিয়ার অধীনে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ সিলেট বিভাগের ছাত্রদের সম্মানে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের এমপি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আযাদদ্বীনী এদ্বারায়ে তালিম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা শায়েখ জিয়া উদ্দীন।
অনুষ্ঠান সফলে এদ্বারা ভূক্ত এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আযাদ দ্বীনী এদ্বারার ভারপ্রাপ্ত মহাসচিব আলহাইয়াতুল উলিয়ার অন্যতম সদস্য জামেয়া মাদানীয়া সুনামগঞ্জের প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির। বিজ্ঞপ্তি