আজ সকাল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

2

কাজিরবাজার ডেস্ক :
আগামী বুধবার (১১ আগষ্ট) থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ট্রেনের প্রতিটি আসনেই যাত্রী পরিবহন করা যাবে। আজ সোমবার (৯ আগষ্ট) সকাল ৮টা থেকে অনলাইনে ৫০ শতাংশ এবং কাউন্টারে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।
রবিবার (৮ আগষ্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান, আগামী ১১ আগষ্ট থেকে আন্তঃনগর ট্রেন ৩৮ জোড়া এবং ২০ জোড়া মেইল বা কমিউটার ট্রেন চলাচল করবে। ওইদিন একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা থেকে এবং টঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না।
ট্রেনে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।