সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরের অভিষেক

12

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুন) বিকালে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহানগর শাখার সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিশেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী বলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। সবসময় মানুষের কল্যাণে কাজ করাই যার লক্ষ্য। এ সংগঠন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে। দু:সময়ে মানুষের পাশে দাঁড়ায়। অসহায় ছিন্নমূল মানুষের অধিকার নিশ্চিত করে। ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার আদায়ে সোচ্চার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। দরিদ্র মানুষের সেবায় নিবেদিত এ সংগঠনের সকল কর্মীরা।
প্রধান বক্তা হিশেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
বিশেষে অতিথি হিশেবে উপস্থিত ছিলেন- সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি অধ্যাপক ইসলাম উদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া, সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পি.পি. ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ সভাপতি এড. রাশিদা সাইদা খানম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতিবৃন্দ- মো. আলাউদ্দিন, এড. রাশিদা সাইদা খানম, ফারমিছ আক্তার, জয়শ্রী দাশ জয়া, শফিক মিয়া, আবুল হোসেন, এনামুল হক রুবেল, ডা. আওলাদ হোসেন, নোমান আহমদ, মিহির মোহন দাস, হিমাংশু রায় হিমেল, অমিতা বর্ধন, রকিব মিয়া, সুলেমান মিয়া, আলহাজ সালেহ আহমদ, মাওলানা সাদিকুর রহমান শিবলী, সংগঠনের সহ সাধারণ সম্পাদকবৃন্দ- স্বপন মিয়া, চৌধুরী শাহরিয়ার অভি, রাসেল আহমদ, কবির আহমদ তালুকদার, রাসেল আহমদ দিপু, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সোহান, অর্থ সম্পাদক মাজেদা সুলতানা, দপ্তর সম্পাদক আশরাফ হোসেন সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওছার মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান, আইন বিষয়ক সম্পাদক এড. মনির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সমাজ কল্যাণ সম্পাদক মুজাম্মেল হক, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষ্ণ গোপাল রায়, সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ- আবু সালেহ ইয়াহিয়া, হাফিজুর রহমান তুহিন, শেখ পলাশ, আতহার ফুয়াদ চৌধুরী, রাকিব আলী নোমানী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এয়ারপোর্ট থানা শাখার সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন সম্রাট, জালালাবাদ থানা শাখার সভাপতি দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রথীন্দ্র দাস ভক্ত, শাহপরাণ থানা শাখার সভাপতি রুহুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি