মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর সিলেটের রাজনীতির প্রাণপুরুষ সাবেক মন্ত্রী ও সর্বস্তরের জনগণের অবিসংবাদিত নেতা মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বুধবার সিলেট জেলার সব মসজিদ, মন্দির ও গিজায় দোয়া মাহফিল ও প্রার্থনা করা হবে।
উল্লেখ্য দেওয়ান ফরিদ গাজী ছিলেন স্বাধীনতা যুদ্ধের ৪নং ও ৫নং সেক্টরের বেসামরিক চেয়ারম্যান বৃহত্তর সিলেটের গণমানুষের নেতা, সিলেট এলাকার ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সংসদ সদস্য এবং ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে এমপি ও হবিগঞ্জ-১ আসনে পর পর ৩ বার বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ছিলেন। তিনি জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষকও ছিলেন।
জননেতা দেওয়ান ফরিদ ছিলেন সামন্তবাদ, সাম্রাজ্যবাদ বিরোধী, যার ফলে তিনি দ্রুত গণমানুষের প্রিয় ও আস্থাভাজন নেতা হিসাবে বৃহত্তর সিলেট আওয়ামী মুসলিমলীগ থেকে আওয়ামীলীগকে সিলেট একচ্ছত্র সংঘঠন গড়ে তুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন ও বিশ্বস্ততা অর্জন করেছিলেন। বিজ্ঞপ্তি