দিরাইয়ে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ১৫

8

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় নুরনগর গ্রামের ফজল মিয়া ও ফিরোজ আলী মিয়ার লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ও সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। ফজল মিয়া গ্রুপের আহতরা হলেন তারাজুল (৪২), ইউসুফ (৩০), সফর আলী (৪৫), শিবলু ( ২৭), সফিজুল (৩৫), শাহ মুলক (৪৩), সুমন মিয়া (২৫)। ফিরোজ আলী মিয়ার গ্রুপের আহতরা হলেন ফিরোজ আলী (৬০), রেজু মিয়া (৩৫), জাহির আলী (২৭), সুজা তালুকদার (৩৮), বেখানুর (৪২)। আহতদের দিরাই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান দীঘদিন ধরে সরকারি খাস জমি ( কুতবার কান্দা ) নামক স্থানে ঘরবাড়ী নির্মাণ ও গরু-ছাগল ছড়ানো নিষেধ করে আসছে নুরনগর গ্রামের ফিরোজা আলী মিয়ার লোকজন। এই কান্দায় অপর পক্ষের ( ফজল মিয়া গ্রুপের) লোকজন জানান সরকারি খাস জমিতে জোর দখল করে অন্যায়ভাবে ফিরোজ আলী মিয়ার লোকজন আমাদের গরু-ছাগলের ঘাস খাওয়াতে বাধা দিয়ে আসছে। এই বিষয়ে এলাকার চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা শালিস বৈঠকে নিষ্পত্তি করে দিয়েছেন কিন্তু তারা আবার আমাদের নিষেধ করলে আজ এই সংঘর্ষ ঘটে।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম বলেন ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়েছি এবং বড় ধরনের সংঘর্ষ এড়াতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।