কাঞ্চন দাশ

15

কুয়াশা :

কুয়াশার চাদর গায়ে
শীত আসিলো দূরের নায়ে
বইছে সমীরনে
মানছে না আর মনে।

শহুরেতে যায় না
শীতের আনাগোনা
গ্রামের পরে মাঠে মাঠে
শীত হয় টানা টানা।

কুয়াশাতে যায় না দেখা
দূর থেকে দূরান্ত
শীতের পাখির ডাকাডাকি
শুনে বড়ই ক্লান্ত।

চাঁদ যেন তাই লুকিয়ে থাকে
যায় না তাকে দেখা
ঠান্ডায় জমে সারাটি দিক
সব জায়গায় ফাঁকা।