দিরাই থেকে সংবাদদাতা :
দিরাই উচ্চ বিদ্যালয শতবর্ষ উৎযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র, আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, শত বর্ষের অনুষ্ঠান দিরাই তথা ভাটি অঞ্চলের মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে, সার্বজনীন এ অনুষ্ঠানে দিরাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সকল শেণী পেশার মানুষের অংশগ্রহণে যে মিলন ঘটেছে তা আগামী প্রজন্মেও জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, আমরা চলে গেলেও আগামী প্রজন্ম আমাদের এ কাজ টুকু মনে রাখবে, এ বিদ্যালয় আনেক গুণী জনদের জন্ম দিয়েছে, এ বিদ্যালয়ের ছাত্ররা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে বিদ্যালয়ের সুনাম বুদ্ধি করেছে, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের সরকারী করণ আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় দিরাই উচচ বিদ্যালয়ের শতবর্ষে সমাপনী দিনের শতাব্দীর শিক্ষা ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেন গুপ্ত এ সব কথা বলেন। বিশিষ্ট সাংবাদিক ও দিরাইর কৃতি সন্তান সালেহ চৌধুরীর সভাপতিত্বে উৎসবে প্রধান আলোচকের বক্তব্যে জনপ্রিয় লেখক ও সাংবাদিক ড. আনিসুল হক বলেন, দেশে আজ শিক্ষায় এগিয়ে চলছে, ভাটির জনপদ দিরাইয়ে একটি বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে এত মানুষের সমাগম তাই প্রমাণ করে, তিনি বলেন কোনো বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে এত মানুষের সমাগম আমি জীবনে কখনো দেখিনি, তিনি আরও বলেন, দেশের ১০ কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, কম্পিউটার ব্যবহারে আমরা পিছিয়ে থাকলে ও আমাদের সন্তানরা অনেক এগিয়ে গেছে, দেশে আজ যুগোপযোগী শিক্ষা নীতি প্রচলন আছে, এর সঠিক ব্যবহার হলেই আমাদের সন্তানদের জিপিএ -৫ এর পিছনে না ছুটে মান সম্মত শিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব। অনেক জিপিএ-৫ ধারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় ৪০ ভাগই মার্ক পায় না, তাই শিক্ষার্থীদের জিপিএ-৫ এর পিছনে না ছুটে গাইড, নোট বই নির্ভর না হয়ে মেইন বই বেশি বেশি পড়তে হবে, তিনি কবি নজরুল ইসলামের কবিতার চরণ “এর আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে” আবৃত্তি করে বলেন তোমরা সবাই জাগলেই দেশ এগিয়ে যাবে,যে ভাবে দেশ এগিয়ে যাচ্ছে আমার বিশ্বাস ২০ বছর পর দেশে আর কোনো অশিক্ষিত ও বেকার লোক খুঁজে পাওয়া যাবে না। দেশ টিভির জনপ্রিয় উপস্থাপক মেহের-এ খোদার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নর্থ ইস্ট বিশ্ব বিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সাবেক সাংসদ মতিউর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ড. আহমেদ উল্লাহ, শিক্ষাবিদ এ বি এম মোয়াজজম হোসেন, দিরাই উপজেলা পরিষদেও চেয়ারম্যান ওই বিদ্যালয়ের বিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, পরিষদের আহবায়ক আলতাব উদ্দিন, ওই বিদ্যারয়ের সাবেক ছাত্র বুরহান উদ্দিন প্রমুখ।