পুলিশ ক্লিয়ারেন্স দ্রুত পেতে মৌলভীবাজারে ওয়ান স্টপ সার্ভিস চালু

56
মৌলভীবাজারে পুলিশ ক্লিয়ারেন্স দ্রুত পেতে ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করছেন অতিথিরা।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স’ এর উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। এ সার্ভিস চালু হওয়ায় দুই দিনের মধ্যে আবেদনকারীর তদন্ত কার্যক্রম শেষ হবে। দেশের যে কোন নাগরিক, প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশ/বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিক এই ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ও ভেরিফিকেশন সেবা সহজে পাবেন।
প্রত্যেককে পুলিশের http://pcc.police.gov.bd এই পেইজে অন লাইনে আবেদন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরিফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু নাসের মোহাম্মদ রিকাবদার, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, ডিআইও ওয়ান মোঃ আবু তাহেরসহ পুলিশ সদস্যরা।