চন্দ্রাবতী চন্দ্রদেশে :
অনেক বছর আগের কথা
চলনবিলের ধারে,
গল্প কথার জমতো আসর
প্রত্যেক শনিবারে।
চন্দ্রাবতী পরী এসে
গল্প করতো কত,
চুপটি করে শুনতো বসে
সোনা-মণি শত।
চন্দ্রাবতী যেমন রূপে
তেমন ছিলো গুণে,
শিশুরা সব ভক্ত ছিলো
তাহার গল্প শুনে।
হঠাত কোথায় চন্দ্রাবতী
দূরে চলে গেলো,
তাইতো সবাই দুঃখ শোকে
মনে ব্যথা পেলো।
তারপর একদিন চন্দ্রাবতী
এলো রানীর বেশে,
বিয়ের পরে রাজার সাথে
থাকে চন্দ্রদেশে।