সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দৈনিক জনতা, দৈনিক খোলা কাগজ ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সুনামগঞ্জ হাওরাঞ্চল প্রতিনিধি মোজাম্মেল আলম ভূঁইয়া ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় মিথ্যা মামলায় কারামুক্ত হয়েছেন। ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞ আদালত থেকে হয়রানীমূলক মামলায় জামিন লাভ করেন তিনি। সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স পরিচয়ধারীদের কয়লা ও মাদক চোরাচালানসহ চোরাই কয়লা নিয়ে বিজিবি ও চোরাচালানীদের মধ্যে সংঘর্ষ,সালিশ-বিচার ও থানায় দায়েরকৃত বিজিবির মামলা নিয়ে সংবাদ প্রকাশের কারণে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম তার অধিনস্থ নায়েক রাসেলকে বাদী করে গত ২৭.১১.২০ইং বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তাহিরপুর থানায় ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তাহিরপুর থানায় বিজিবি মামলা দায়ের করার পর বিকাল সাড়ে ৪ টায় সাংবাদিক মোজাম্মেলকে গ্রেফতার করে পুলিশ। এর পরের দিন ২৮শে নভেম্বর শুক্রবার জেলহাজতে পাঠানো হয় এবং ১৫ই ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়ার জামিনের আবেদন মঞ্জুর করেন।