আজ জাতীয় জন্ম নিবন্ধন দিবস

23

কাজিরবাজার ডেস্ক :
আদমশুমারিতে দেশের জনসংখ্যা ও জন্ম নিবন্ধনের গড়মিল নিয়ে আজ দেশজুড়ে পালিত হচ্ছে ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’। ২০০৪ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিয়ে নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জমি নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্সের বয়স প্রমাণের জন্য জন্ম সনদ ব্যবহার বাধ্যতামূলক। জনসচেতনতা বাড়াতে প্রতি বছর ৬ অক্টোবর জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হচ্ছে। বর্তমানে দেশে ও দেশের বাইরে পাঁচ হাজার ১০৭ স্থান থেকে জন্ম নিবন্ধন করা যাচ্ছে। দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিদেশে বাংলাদেশী মিশনে জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।