কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে ৩০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

38

কানাইঘাট থেকে সংবাদদাতা :
দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচন আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের এ নির্বাচন কে ঘিরে ইতিমধ্যে বাজার জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে উত্তর বাজারস্থ মুমিন চৌধুরীর কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে ১১টি পদের এ নির্বাচনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম খোকন, হাজী আব্দুল মালিক বটই মহাজন, আলতাফ হোসেন ও সহ-সভাপতি পদে হাবিব আহমদ, কাউন্সিলর ইসলাম উদ্দিন, মাওলানা এবাদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হেকিম শামীম, বর্তমান কোষাধ্যক্ষ কাউন্সিলর বিলাল আহমদ, সুহেল আমিন ও সহ-সম্পাদক পদে মাছুম আহমদ, আফতাব উদ্দিন, এটিএম ফয়জুল হাসান, সেলিম আহমদ, নুরুল আমিন, কোষাধ্যক্ষ পদে নজির উদ্দিন প্রধান, দেলোয়ার হোসেন, এম কামরুজ্জামান এবং সদস্য পদে ৩ টি ওয়ার্ডে ১৫ জন প্রার্থী মনোয়ন পত্র জমাদেন। প্রার্থীদের মনোয়ন পত্র প্রদান কালে উপস্থিত ছিলেন, বাজার বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রির্টানিং অফিসার সহকারী অধ্যাপক সিরাজুল হক, কানাইঘাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার এখলাছুর রহমান, প্রভাষক আহমদ হোসেন, মুফিজ উদ্দিন, মোস্তফা মেম্বার। আগামী ৩ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তালিকাভূক্ত বাজারের ৭৫৬ জন ব্যবসায়ী তাদের ভোট দিবেন বলে জানা গেছে।