বেদে সম্প্রদায়ের মানুষ অত্যন্ত অসহায়, সারাটি বছর তারা যাযাবর অবস্থায় বসবাস করে। এবং বিভিন্নস্থানে তাদের আবাস গড়ে তুলে। এ অবস্থায় শীত তাদের জীবনকে বিপর্যস্ত করে তোলে। শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষ আমাদের সমাজের অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষের সাহায্যার্থে সমাজের বিত্তবানদের যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান। গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়ার উদ্যোগে ও সিফডিয়ার উপদেষ্টা শহিদ আহমদ চৌধুরী সাজু’র সহযোগিতায় মঙ্গলবার পীরের বাজার এলাকায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিফডিয়ার উপদেষ্টা ও সিটি সেন্টার লি: ব্যবস্থাপনা পরিচালক শহিদ আহমদ চৌধুরী সাজু। বিজ্ঞপ্তি