খোকার প্রশ্ন

24

রমজান আলী রনি

মায়ের কোলে ছোট্ট খোকা
প্রশ্ন করে মা’কে?
সন্ধ্যে হলে মোয়াজ্জিনের
আযান কেনো ডাকে?

মা’য়ে বললো ; ওরে খোকা
নামাজ তুমি পড়ো
আঁধার জীবন বন্ধ করে
আলোর পথটি ধরো।

খোকা আবার প্রশ্ন করে
অই আকাশের তাঁরা-
দিনের বেলায় কোথায় থাকে
মুক্ত হাসির ধারা!

মা’য়ে বললো?নিয়ম করে
জাগবে তাঁরা আবার
সময় হলে বুঝবে সবই
সময় হলে যাবার।