জিয়াউর রহমান জিয়া
চেয়ে দেখো কি অপরূপ
বাবুই পাখির বাসা,
গাছের ডগায় থেকেও যে
মনে রঙিন আশা।
রোদ বৃষ্টি ঝড়েও তার
মনে নেইকো ভয়,
অতি যত্নে গড়া বাসা
সহজে হবে না ক্ষয়।
এই আশাতে কষ্ট করে
থাকে নিজের ঘরে,
অট্টালিকায় থাকবে না সে
যদিও যায় মরে।
বাবুই বলে বাসা বেঁধেছি
আমি নিজের হাতে,
দালান-কোঠায় থাকো চড়ুই
কি হয়েছে তাতে।
নিজের বাসার শান্তি-সুখ
পাবেনা অন্য ঘরে,
যদিও তা খসে পড়ে
রোদ-বৃষ্টি ঝড়ে।