জোবায়ের জুবেল
থাকতো যদি পাখির মত
ছোট্ট দুটি ডানা,
হাওয়ার দেশে উড়াল দিতাম
নেই তো কোন মানা।
আকাশ মাঝে তারার ভাজে
খেলব লুকোচুরি,
জোছনা সাজে হালকা লাজে
উঠবে চাদের বুড়ি।
গাছ-গাছালি, পাখ-পাখালি
বলবে আমায় কথা,
খুনসুটিতে মাতবে আমার
গায়ের তরুলতা।
রূপকথারই দেশে যাব
ইচ্ছে ডানা নিয়ে,
নীল পরীরা মেঘে ভেসে
ঘরে যাবে দিয়ে।