শ্রমিকদের দাবী আদায়ের প্রচেষ্টায় ইসলামী শ্রমনীতি কায়েমের সংগ্রাম চলবে – আতিকুর রহমান

11

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেছেন, শ্রমিকদের দাবী আদায়ের প্রচেষ্টায় ইসলামী শ্রমনীতি কায়েমের সংগ্রাম চলবে। বঞ্চিত, মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোন বিবেকবান মানুষ ঘরে বসে থাকতে পারেন না। শ্রমিক ফেডারেশন বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি গতকাল মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. জৈন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মেহেদী হাসান সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও সিলেট বিভাগীয় সভাপতি মো. ফখরুল ইসলাম ইসলাম। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, পৃথিবীকে গড়ার কাজে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু তারা আজ নানা ভাবে বঞ্চিত ও হয়রানীর শিকার। এটা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট বিভাগীয় সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা (উত্তর) সভাপতি আনোয়ার হোসাইন, জেলা সিনিয়র সহ-সভাপতি জালাল আহমদ চেয়ারম্যান ও জেলা সেক্রেটারী ছরওয়ার হোসেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা রুহুল আমীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক নেতা ফয়েজ আহমদ, শিব্বির আহমদ, দেলোয়ার হোসেন লস্কর, নুরুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, আশরাফুল আলম ফাহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারুল হক, সাব্বির আহমদ, শাহ লোকমান আহমদ মনসুর, একে আজাদ, বতু মিয়া, মাসহুদুর রহমান মাসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি