ছাতক থানার বিদায়ী ওসি মোস্তফা কামাল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত

6

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতক থানার বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি) মোস্তফা কামাল সহকর্মী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
শনিবার রাতে ছাতক থানা পুলিশ কর্তৃক আযোজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ছাতকে তার প্রায় ১ বছর ৪ মাস দায়িত্ব পালনকালে যতটুকু সফলতা এসেছে তা সবই ছাতকবাসীর। আর ব্যর্থতার পাল্লায় যাই আছে সবই তার নিজের। তবে সহকর্মীদের সহায়তা নিয়ে ছাতকবাসীকে আইনী সেবা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। এভাবেই তার জীবনের বাকী সময়টুকু অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে চান তিনি। গর্ভধারিণী মা ও পরিবারের সাথে কিছুদিন কাটানোর জন্য তিনি স্বেচ্ছায় বদলী হয়েছেন। তিনি আরো বলেন, তার বাড়ি অন্য জেলায় হলেও, সুনামগঞ্জ জেলাবাসীর প্রেম ভালবাসায় তিনি আসক্ত হয়ে পড়েছেন। চাকুরী জীবন শুরু থেকে এখন পর্যন্ত তিনি সুনামগঞ্জ জেলায় বেশী সময় কাঠিয়েছেন। তাই সুনামগেঞ্জ জেলার মানুষের কথা তার সব সময় মনে প্রানে থাকবে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসন বলেন, ওসি মোস্তফা কামাল একজন সৎ ও দক্ষ অফিসার। তার দক্ষতা ও দায়িত্বশীলতাই তাকে উন্নতীর সর্বোচ্চ শিকরে পৌছে দেবে। ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ সানজুর মোর্শেদ শাহিনের সভাপতিত্বে ও এসআই আতিক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান, সাংবাদিক সৈয়দ হারুন-অর রশীদ। বক্তব্য রাখেন, ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই শামিম আকঞ্জী, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সোহেল রানা, জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই পলাশ চন্দ্র দাস, এসআই দিলোয়ার হোসেন, এসআই ইয়াছিন মুন্সি, এসআই মহিন উদ্দিন, এসআই ইমতিয়াজ সরকার, সাংবাদিক আব্দুল আলিম ও আখতারুজ্জামান, থানার এএসআই ওসমান গনী, কনষ্টেবল শাকির হুসাইন প্রমূখ। এসময় এসআই লিটন চন্দ্র রায়, এসআই পীযুষ কান্তি দেবনাথ, এসআই আনোয়ার হোসেন, এসআই আতিকুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, এসআই মহসিন আহমদ, এএসআই মহি উদ্দিন, এএসআই মোহাম্মদ আলী শামীম, এএসআই উসমান গনি, এএসআই সুমন গোপ, এএসআই আবু তালেব, এএসআই জয়নাল আবেদীন তালুকদার, এএসআই জলি বেগম, ছাতক-দোয়ারা সার্কেল অফিসের এএসআই জহির আহমেদ, ছাতক মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সভাপতি মইন উদ্দিন, সাধারন সম্পাদক এম এইচ খালেদ, ছাতক একতা বালু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার, যুবলীগ নেতা বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।