কবির কাঞ্চন
সকাল সকাল বের হয়েছি
ব্যাগটা কাঁধে নিয়ে
পড়ছি শুধু দিনেরাতে
সর্বশক্তি দিয়ে।
যে সময়ে খেলার কথা
সে সময়ে পড়ি
ফুল পাখিদের জানার সময়
বিদ্যালয়ে লড়ি।
পাখপাখালি প্রজাপতির
কথা গেছি ভুলে
তাদের চিনি একটু একটু
বইয়ের পাতা খুলে।
পাঠ্যবইয়ের বাইরে গিয়ে
গল্প ছড়ার বই
কলুর বলদ কর্ম ভেবে
পড়তে রাজি নই।
বড় হয়ে রোবট হবো
কিবা সুপারম্যান
নয়তো বড় চাকর হবো
তাই তো এতো ধ্যান।
দিনে দিনে ছন্দ বিনে
যন্ত্রমানব হই
মন থেকে হারিয়ে গেছে
আনন্দ হইচই।