বাবার কথা

21

রিপলু চৌধুরী

খোকা তুই যখন আসছিলে
প্রথম দিন এই পৃথিবীর বুকে
আমার আনন্দ আর উল্লাস দেখে
আত্মীয় স্বজন আনন্দে মেতে উঠে।

তিলে তিলে করছি বড় তুকে
সখ আহ্লাদ বিসর্জন দিয়ে
যতদিন আমার দেহে রক্ত থাকিবে
বট বৃক্ষ হয়ে ছায়া দিবো তুকে।

জানিস খোকা আমার একটি চাওয়া
সুখে থাকতে তুই চিরকাল
মানুষের মতো মানুষ হয়ে তুই
বিশ্বজুড়ে ছড়িয়ে দে শিক্ষার জাল।

আমি যাহা চেয়েছি তোর কাছে
দিয়েছিস তুই আজ আমাকে
কিন্তু তুই দিতে পারছিস না
আমার দেওয়া আদর্শ উপদেশ।

ভালো খোকা তুই ভালো থাকিস
তুই আজ বড্ড বড় হয়ে গেছিস
বাবা পরিচয় দিতে খুব কষ্ট হচ্ছে
আর কষ্ট বা হবে নাই কেন।

তুমি যে আজ উচ্চ শিক্ষিত খোকা
আমি যে অশিক্ষিত শ্রমজীবী বাবা
আমার একটু খানি কষ্ট হয়নি খোকা
কষ্ট আর চিন্তা এখনো তোকে নিয়ে।

আমার মতো তুই হবে একদিন বাবা
তোর সন্তান যখন তোর সনে
আমার মতো করবে তোর সাথে ব্যবহার
সেই জন্য তোর জন্য আমার এতো চিন্তা।