গোলাম আযম
আযমী বাবা ধরো তুমি
নাযাতের ঐ পথ,
যে পথ তোমায় দেখাতে পারে
জান্নাতের ঐ রথ।
প্রিয়জন যে পথে গেছে
সে পথে যেন চলি,
খোদার রাহে বিলাতে প্রাণ
ন্যায়ের কথা বলি।
কাঁটা ভেড়া বন্ধুর পথে
দিতে হলে পাড়ি,
ফুটন্ত ঐ গোলাপ পেতে
মায়ার বাঁধন ছাড়ি।
আইছো একা যাবে একা
এই দুনিয়ার খেলা,
পার করো না সময়টুকু
করে অবহেলা।