আয়শা-মনোয়ারা মহিলা মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) ও স্মরণ সভা

13

দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারে আয়শা-মনোয়ারা (রহঃ) মেমোরিয়াল মহিলা দাখিল মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং মরহুমা আয়শা খানম ও মরহুমা মনোয়ারা খানম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান হাবিব।
মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা বুরহান হুসাইন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান।
মাদরাসার শিক্ষক আব্দুল গফফার ও তাওহিদা আক্তার লিমা যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার মিয়া, গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আহবায়ক সামছুল হক, সিলেট জেলা স্কাউটস’র সম্পাদক মকব্বির আলী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আজম আলী, তালিবপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুক আহমেদ, আল মদিনা দাখিল মাদরাসা সুপার মাওলানা নজরুল হক, কামাল বাজার ফাযিল মাদরাসার প্রভাষক কামরুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন ছালিক আহমেদ, দিলোয়ার মিয়া, শেখ শফিক উদ্দিন, আমিনুল ইসলাম, আনোয়ার হুসেন সহ এলাকার মুরব্বিয়ান, অভিভাবক, বিভিন্ন মসজিদের খতিব, মুয়াজ্জিন ও সাধারণ জনগণ। স্মরণ সভায় মরহুমা আয়শা খানম ও মরহুমা মনোয়ারা খানম এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি