হবিগঞ্জে ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

6

 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে দুজন ঢাকায় ও একজন জেলায় আক্রান্ত হয়েছেন।
তারা হচ্ছেন- লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের হাজী আলাই মিয়ার ছেলে নোমান মিয়া (২৮), মাধবপুর উপজেলার এখতিয়ারপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (১৫) ও আজমিরীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের হেকিম মিয়ার ছেলে ছাব্বির মিয়া (১৭)।
ডেঙ্গু আক্রান্ত নোমান মিয়া বলেন, ঢাকায় আমার হোটেল রয়েছে। সেখানে ডেঙ্গু আক্রান্ত হই। গত শুক্রবার ঢাকা থেকে বাড়ি চলে আসি। ওইদিনই সদর আধুনিক হাসপাতালে ভর্তি হই।
নিজাম উদ্দিনের মা তাহেরা বেগম বলেন, ঢাকায় একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করে নিজাম। সেখানে ডেঙ্গু আক্রান্ত হলে মঙ্গলবার হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করি। এখানে ডাক্তার নিয়মিত চেকআপ করছেন। কিন্তু সরকারি কোনো ওষুধ পাচ্ছি না।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোবিন উদ্দিন চৌধুরী জানান, এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় দুজন জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। তিনজন এখনও ভর্তি আছেন।