দক্ষিণ সুরমায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কারাগারে

1

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে আটক মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম মো. মাহমুদ হোসেন রিংকু (২৫)। তিনি কোতোয়ালী থানার কাজিরবাজার এলাকার আব্দুল মান্নানের পুত্র। গতকাল রবিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেল গেইটের রিজমা রেস্টুরেন্টের সামন থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল। এ সময় তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ১টি সিমকার্ড জব্দ করা হয়। পরে তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান জানান, মাহমুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানা পুলিশ।