কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত ॥ সমৃদ্ধ দেশ গঠনে মেধাবীদেরকে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে

30

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরী আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৫ম থেকে ৯ম শ্রেণীতে পড়ুয়া প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, ইসলামপুরের আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং পাঠানটুলার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ফেন্সুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট কবি ও সাহিত্যিক কালাম আজাদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব এ এলাহী, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. আবুল হাসেম চৌধুরী, সিলেট সরকারি তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মাশুকুর রহমান, ডাক্তার আব্দুল লতিফ, শাহজালাল জামেয়া স্কুলের প্রিন্সিপাল গোলাম রাব্বানী, আল আমিন জামেয়ার প্রিন্সিপাল জসীম উদ্দিন, শাহজালাল জামেয়া মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওলানা ফয়জুল¬াহ বাহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহেদুর রাহমান চৌ. মাওলানা মাহমুদুর রাহমান দেলোয়ার, মাওলানা মাশুক আহমদ, মাওলানা মাহবুর রাহমান প্রমুখ। বিজ্ঞপ্তি