দায়িত্ববোধ থেকে সম্মিলিতভাবে কাজ করলে যক্ষ্মা ও এইচআইভি রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব —বিএমএ কেন্দ্রীয় মহাসচিব

121

বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা: ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, তার ফসল আমরা আজ চিকিৎসা পেশাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত। চিকিৎসার সাথে সম্পৃক্ত হিসেবে বলবো, যক্ষ্মা নিয়ন্ত্রণে আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে যক্ষ্মা ও এইচআইভি রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী আযোজিত সিলেট বিভাগীয় পর্যায়ে টিবি সংবেদনশীল ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রবিবার নগরীর একটি হোটেলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী আয়োজিত সিলেট বিভাগীয় পর্য্যায়ের টিবি সংবেদনশীল ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা: মো: সোহরাওয়ার্দী এবং স্বাগত বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা: সামিউল ইসলাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মো: কুতুব উদ্দিন, পার্কভিউ মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ ডা: ওছুল আহমদ চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজ-এর ভাইস প্রিন্সিপাল ডা: এন কে সিনহা। সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আহমদ সিরাজুম মুনীরের পরিচালনায় ওয়ার্কশপ-এ প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা: নার্জিস আরেফিন। আলোচনায় অংশ নেন সিলেট টিবি ক্লিনিক-এর কনসালটেন্ট ডা: জাকারিয়া মাহমুদ এবং সুনামগঞ্জ, হবিগঞ্জের সিভিল সার্জন, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলবীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়কবৃন্দ। বিজ্ঞপ্তি