শ্রাবণের আগমন

29

কৌশিক সূত্রধর

আষাঢ় গেলো শ্রাবণ এলো
আকাশ বাতাস জুরে।
গুর গুরিয়ে ডাকবে আকাশ
সকাল বিকাল ধরে।

শ্রাবণ মাসের বাদলা দিনে
প্রকৃতি করবে খেলা।
ঝির ঝিরিয়ে পড়বে বৃষ্টি
সকাল সন্ধ্যা বেলা।

শ্রাবণ মাসের ছুঁয়া পেয়ে
ফোঁটবে হিজল কদম।
ফলবে হরেক মৌসুমি ফল
আমড়া কাঠাল লটকন।

শ্রাবন মাসে ঝড়ো বাতাস
অবিরাম বয়ে চলে।
রিম ঝিম ঝিম বৃষ্টিতে মন
বিরহের কথা বলে।