কাব্য কবির
ছোটবেলায়
ঘাসের উপর
লাফালাফি করতাম,
মায়ের বকা
খেয়ে তারপর
বইয়ের পড়া পড়তাম।
গাছ থেকে
আম,জাম
পেরে আমি খেতাম,
বন্ধুদের সাথে
ঘুরতে আমি
বন বাঁদাড়ে যেতাম।
মা আমাকে
বকা দিলে
গাছে ওঠে থাকতাম,
গাছে ওঠে
কাকের মতো
কা কা করে ডাকতাম।
ছোটবেলা
ছোটবেলা
যদি ফিরে আসতো,
নিঝুম রাতে
চাঁদের সাথে
মনটা আবার হাসতো।