আনোয়ার আল ফারুক
মাগো আমায় বলতে পারো
চাঁদটা থাকে কই?
কার সাথে’যে মিতালি তার
কারবা’যে সেই সই?
দিনের বেলায় কোথায় থাকে
রাতে কেন আসে?
নীল আকাশে তারারা সব
কেমন করে ভাসে?
দিনের শেষে সূর্যি মামা
কোথায়’যে যায় ডুবে?
রোজ বিহানে দেখি আবার
উঠে’যে ওই পূবে?
কোথায় থেকে শীতল বায়ু
আসে রোজে রোজ?
কেমন করে বৃষ্টি ঝরে
দাওনা আমায় খোঁজ।
ফুলের মুখে মধুর হাসি
পাখির কন্ঠে গান,
বলতে পারো মাগো তুমি
এসব’যে কার দান?
কোথায় থেকে আহার মিলে
কে দিয়েছেন সব?
মুচকি হেসে মা’যে বলেন
আল্লাহ মহান রব।