সবুজ ঘেরা গাঁ

36

যাকারিয়া আহমদ

ওই যে দেখ নদীর বাঁকে
আমার ছোট গাঁয়
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
পাখিরা গান গায়।

ওই যে দেখ নদীর বাঁকে
ছোট টিলার গাঁয়
রাখালিরা গরু ছেড়ে
ভোরে মাঠে যায়।

ওই যে দেখ নদীর বাঁকে
আমার ছোট গ্রাম
জগৎ দিয়ে পারবে না কেউ
দিতে তার দাম।

ওই যে দেখ নদীর বাঁকে
সবুজ ঘেরা গাঁ
সেই গ্রামে জন্ম যাদের
নয় যে অভাগা।