বৈশাখ এলে

23

কাব্য কবির

বৈশাখ এলে খুশির হাওয়া
দেয় যে মনে দোলা,
স্বপ্ন মাখা হাসি খুশির
মাসটি যায় না ভোলা।

বৈশাখ এলে বাউলের মন
উদাস হয়ে যায়,
এক তারাটা হাতে নিয়ে
দেশেরই গান গায়।

বৈশাখ এলে শিশু-কিশোর
নাগরদোলায় দোল,
পান্তা ভাতের সাথে যে খায়
ইলিশ মাছের ঝোল।

বৈশাখ এলে ঢোল,তবলা
আরও বাজে বাঁশি,
ফুল বাগানে ফুল কলিদের
ফুটে মুখে হাসি।