নেকির জীবন গড়ি

4

মোস্তাফিজুর রহমান সরকার :

আযানের ধ্বনি যবে আসে কানে
কাজ ফেলে চলো মসজিদ পানে
নামাজ-কালাম পড়ি,
খোদার হুকুম করবো পালন
নবীর সুন্না করবো লালন
সততার পথ ধরি।

রবের বিধান সালাত সিয়াম
রাসূলের শানে দরূদ কিয়াম
হৃদয়ে ধারণ করি,
পেতে চাও যদি আখিরাতে ছায়া
এসো দুনিয়ার ছেড়ে মোহ-মায়া
নেকির জীবন গড়ি।

ভালো মন্দের বিচার সালিশ
চলবে না যার কোনোই নালিশ
ভেবে ভেবে যাই মরি,
বিচারকার্য চলবে কাজীর
কর্মের ফল করবে হাজির
নিক্তিতে মাপ করি।

পাপ পূণ্যের যোগ ও বিয়োগ
চলবে না কোন উকিল নিয়োগ
শুনবে না কোন ওজরই,
ঈমান আমল হিসাব খাতায়
রেখেছেন টুকে পাতায় পাতায়
দু’কাঁধের দুই মুহুরি।