আব্দুল্লাহ বিন রওহা (তুহিন)
শত অজানা কত অচেনা
উড়ে পাখি রোজ,
আমি দেখি নতুন পাখি
কি’যে করে খোঁজ।
আহার খোঁজ করে রোজ
নেই’ত পাখির বাসা,
আমার দেশ রূপে বেশ
অতিথি পাখির আশা।
শান্তি পেতে আহার খেতে
আমার দেশেই সেরা,
আমরা চলো দেখাই ভালো
বাংলা সবুজে ঘেরা।
আমার দেশে পাখি আসে
রূপ হয় নাতো শেষ,
সবাই জানে সকলে মানে
সবুজ বনানীর দেশ।