সিলেট ট্রেড ইউনিয়ন সংঘের সভা ॥ অবিলম্বে পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়ন করতে হবে

14

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় দগ্ধ হয়ে ১৫ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পাটকল শ্রমিকদের ১১ দফা মেনে নেওয়ার দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির উদ্যোগে গত ১৪ ডিসেম্বর রাত ৮টায় সুরমা মার্কেটস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায়ন সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক খোকন আহমেদ, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২২০০ এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রুহুল আমীন, প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি এ.কে আজাদ সরকার, রাইছ মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়ছল হোসাইন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ সভাপতি মোঃ শাহীন মিয়া, তালতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন প্রমুখ।
সভা থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, সাম্রাজ্যবাদী দেশ ও সংস্থা সমূহের সাথে সম্পাদিত জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, ভারতের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, বিনাবিচারে হত্যা-খুন-গুম বন্ধ, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ, শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ ও শ্রমিকস্বার্থ বিরোধী সংশোধিত শ্রমআইন বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, হোটেল, স’মিল, প্রেস, রাইছ মিল, ফার্মেসী সহ বিভিন্ন সেক্টরে ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রমআইন বাস্তবায়ন ও সরকার ঘোষিত নি¤œতম মজুরি কার্যকর, সিলেট অবিলম্বে শ্রমআদালতের কার্যক্রম শুরু, সমকাজে সমমজুরি ও কর্মক্ষেত্রে সার্বিক নিরাপত্তা প্রদান করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি