একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা – শফিউল আলম নাদেল

42
বিহঙ্গ তরুণ সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শফিউল আলম নাদেল।

নগরীর কাজিটুলা বিহঙ্গ তরুণ সংঘেরর উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৮ ইং জুনিয়র স্কুল সার্টিফিকেট পারীক্ষা ২০১৮ইং এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শুক্রবার বিকাল ৪টায় সময় নগরীর কাজিটুলা এলাকায় অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি মো: বেলায়েত হোসেন চৌধুরী মিঠুর সভাপতিত্বে সমাজসেবক মো: কামরুল হক এর পরিচালনায় সংবর্ধনা ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রীকেট বোর্ড‘র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা। আজ যারা শিশু তাদেরকে যদি আমরা সচেতন, সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দেই, তাহলে ভবিষ্যতে তারা হবে এদেশের এক একজন আদর্শ, কর্মক্ষম, সুযোগ্য নাগরিক। এমন এক সময় আসবে যখন তারা দেশের প্রতিটি সেক্টরে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এ দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট সিটি ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, সিলেট সিটি ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, নয়াসড়ক জামে মসজিদের মোতোয়াল্লী আব্দুল মালিক রাজা, বিশিষ্ট সমাজসেবক আব্দুছ ছালাম, স্বাগত বক্তব্য রাখেন, লুৎফুর রহমান মকসুদ, এ সময় উপস্থিত ছিলেন, মাহবুবু হাসান সানি, শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মিহদা বেলায়েত চৌধুরী, কামরান আহমদ কামরান, কিবরিয়া আহমদ, ধ্র“ব গৌতম, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কার্নাজ, রহিম, জিহান, দিলাল আহমদ বিলাল, মোস্তাক হোসেন মিলাদ, সাফকাত আহমদ চৌধুরী, ফয়সল আহমদ ফিরুজ ও ফয়সল আহমদ জিহান প্রমুখ। বিজ্ঞপ্তি