যাত্রা শুরু করলো জয়যাত্রা ফাউন্ডেশন

284

আর্তমানবতার সেবার ব্রত নিয়ে প্রায় চার বছর আগে পথচলা শুরু করে জয়যাত্রা ফাউন্ডেশন। দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এ সংগঠন এবার যাত্রা শুরু করেছে সিলেটে। গত বৃহস্পতিবার রাতে জয়যাত্রা ফাউন্ডেশ’র সিলেটে যাত্রা উপলক্ষে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সংগঠনের সিলেট বিভাগের কো-অর্ডিনেটর সৈয়দ আশরাফ আহমদ ফয়েজের পরিচালনায় সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন দিক ও পরিকল্পনা সম্পর্কে জানান ‘জয়যাত্রা ফাউন্ডেশ’র চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর। এছাড়া বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ট্রাস্টি জাহাঙ্গীর আলম, মহাসচিব মো. ওয়াহিদুজ্জামান, মিডিয়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শেখর প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর বলেন, এই সমাজের কিছু মানুষ আছেন যারা সস্তা সমালোচনার তোয়াক্কা না করে মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করে দৃষ্টান্ত রেখেছেন। তাদেরই অন্যতম একজন হচ্ছেন, আর্তমানবতার সেবায় নিবেদিত ‘মাদার তেরেসা’। সেই মাদার তেরেসার মহিমান্বিত কর্মযজ্ঞের পদাঙ্ক অনুসরণ করেই মানবতার সেবায় নিয়োজিত হয়েছে জয়যাত্রা ফাউন্ডেশন। রাজধানী ঢাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংগঠনটি এখন ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। সিলেটে যাত্রা শুরুর দিনেই শহরতলীর খাদিমনগরে মাদার তেরেসা মিশনারীজ অব চ্যারিটি শান্তি ভবনে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে মধ্যাহ্নভোজ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। নগরীর মিরাবাজার এলাকায় করা হয়েছে সংগঠনের একটি অফিস। এছাড়া সিলেটে একটি নাইট স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে জয়যাত্রা ফাউন্ডেশন। মিরাবাজারস্থ সিলেট মডেল স্কুলের ভবন ভাড়া নিয়ে শীঘ্রই এই স্কুল চালু করবে সংগঠনটি। সংবাদ সম্মেলনে জয়যাত্রা ফাউন্ডেশন’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি