নতুন প্রজন্মের ভোটারদের প্রতি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠামন্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, নৌকা হচ্ছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ২২ শতাংশ নতুন ভোটার জীবনের প্রথম ভোট দেবেন। আমি আশা করি, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে তাদের এই মূল্যবান ভোটের সূচনা হবে।
বৃহস্পতিবার রাতে নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটাকে অবহেলার কোন সুযোগ নেই। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের প্রতীক নৌকা মার্কায় ভোট দেবার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
অর্থমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমি ভোটে আছি নৌকার প্রার্থীর পক্ষে। নির্বাচনের আগ পর্যন্ত দলীয় প্রার্থীর পক্ষে মাঠে থাকবো।
সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, সাবেক কূটনীতিক অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন। বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, জেলার সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ এপতার হোসেন পিয়ার, কানাডা আওয়ামীলীগ নেতা সরওয়ার হোসেন। সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, উপজেলা সহ-সভাপতি মখলিছুর রহমান, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, মাছুম আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আমির উদ্দিন আহমদ, তথ্য সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, এএইচএ মালিক ইমন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোজাহিদ আলী, আশিক মিয়া, আলতাফ হোসেন, নিরেশ দাশ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, মো. তেরা মিয়া, সাবেক চেয়ারম্যান মোশাহিদ আলী, আছরব আলী প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য মুহিত আলম শফিক।
জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের মতবিনিময় : এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগে সভাপতি আসামা কামরানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত। বক্তব্য রাখেন সিলেট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতিমা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসমা কামরানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ঢাকা উত্তর সিটি প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের সহ-সভাপতি ডেইজি সারওয়ার, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামীলীগ সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম, সহ-সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, জেলা পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক রওশন জেবিন রুবা, মহিলা আওয়ামীলীগ নেত্রী হেলেন আহমেদ, উপজেলা সভাপতি হামিদা খানম, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, ফাতিমা জান্নাত প্রমুখ। বিজ্ঞপ্তি