যুবকদের আত্মশক্তিকে জাগ্রত করতে হলে স্বামীজীকে জানতে হবে – স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ

30

যুবকদের আত্মশক্তিকে জাগ্রত করতে হলে স্বামীজীকে জানতে হবে। সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ গতকাল ১ ফেব্রুয়ারী শুক্রবার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রম, মণিপুরী রাজবাড়ী সিলেটে স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মতিথি উৎসব উদ্যাপন উপলক্ষে বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেট আয়োজিত “স্বামী বিবেকানন্দের আহবান ও আজকের যুব সমাজ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পর্ষদের সভাপতি বেনু ভূষণ দাশ এর সভাপতিত্বে সভায় সম্মানীত অতিথি ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশন সিলেটের সহ-হাই কমিশনার লক্ষ্মী নারায়ণ কৃষ্ণমূর্তি। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে, মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বাণী অর্জ্জুন, সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার শান্তনু দত্ত সন্তু, শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদ সিলেটের সম্পাদক ডাঃ সুধাময় মজুমদার, শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা বীথিকা দত্ত। সভায় স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষয়িত্রী শীলা চৌধুরী ও শিক্ষয়িত্রী শাশ^তী পাল সোমা। বিজ্ঞপ্তি