ছাতকে সরকারী ভূমিতে জমজমাট বালু-পাথর ও ডাম্পিং ব্যবসা

61

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বিট ও ফরেষ্ট বিভাগের সরকারী ভূমি দখল করে বিভিন্ন মালামাল ডাম্পিং করে ব্যবসা করে যাচ্ছেন কতিপয় ব্যক্তি। পৌরশহরের বিট ও ফরেষ্ট ঘাট নামে পরিচিত অফিসের সামন কতিপয় ব্যবসায়ী বালু, পাথর ডাম্পিং করে ও বাঁশ রেখে নিয়মিত ব্যবসা করে যাচ্ছেন। এদিকে গোবিন্দগঞ্জস্থ বটেরখাল নদীর তীরে আফজলাবাদ বাজার সংলগ্ন সরকারী ভূমিতে বালু-পাথরের জমজমাট ব্যবসা চলে আসছে দির্ঘ দিন ধরে। রাধানগর তফসিলের নাকের ডগায় সরকারী ভূমিতে জমজমাট ব্যবসা চলে আসলেও কর্মকর্তারা দেখে না দেখার ভান করেন। কতিপয় ব্যক্তি সরকারী ভূমি দখল দেখিয়ে মোটা অংকের বিনিময়ে ব্যবসায়ীদের ভাড়া দিয়ে থাকেন। প্রতি বছর লক্ষ-লক্ষ টাকা আদায় করছেন সরকারী ভূমি থেকে অথচ সরকার কোন খাজনা পাচ্ছে না এসব ভূমি থেকে। ফলে সরকারী এ ভূমি বেদখল হওয়ার আশংকা রয়েছে। স্থানীয় লোকজনের দাবী সংশ্লিষ্ট বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীকে অবৈধ অর্থ প্রদান করে সরকারী ভূমি ব্যবহার করছে কতিপয় ব্যক্তি। ফরেষ্ট ঘাট, আফজলাবাদ বাজার সংলগ্ন এলাকায় গড়ে উঠা অবৈধ বালুরবাজারে গড়ে উঠা বালু-পাথরের সাইড থেকে মালামাল নিতে প্রতিদিন ২৫/৩০টি ট্রাক আসা যাওয়া করে থাকে। এ বিষয় দেখার যেন এখানে কেউ নেই। সরকারী ভূমি ভাড়া দিয়ে কতিপয় ব্যক্তি ও কর্মকর্তা-কর্মচারীরা পকেট ভারী করছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সরকারী এ ভূমি বৈধভাবে লিজ প্রদান করলে প্রতি বছর কয়েক লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা হতো। সংশ্লিষ্ট অফিসের দায়িত্বে থাকা কিছু অসাধু ব্যক্তি এ ভূমি ভাড়া দিয়ে প্রতি বছর হাতিয়ে নিচ্ছে লক্ষ-লক্ষ টাকা।