বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্বাবিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘ঈষবধহ ঈধসঢ়ঁং ঝধভব ঈধসঢ়ঁং’ শীর্ষক ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান গতকাল সফল ভাবে সম্পন্ন হয়। বেলা ১১.০০টায় বিভিন্ন হল থেকে নেতাকর্মীরা ক্যাম্পাসের বৈশাখী চত্তরে জমা হতে থাকে। ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি ডাঃ শামীম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা: ঋত্বিক দেব অপুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম শাহী আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, ছাত্র পরামর্শ ও নিদের্শনা, ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল বাসেত, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার , প্রক্টর, ড. মিঠু চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. গোলাম শাহী আলম বলেন, ‘একজন সাদা মনের মানুষের পরিচয় হচ্ছে তার পরিষ্কার পরিছন্ন মনোভাব। আমার ছাত্র-ছাত্রীদের এমন গঠনমূলক কাজ দেখে আমি সত্যি অভিভূত’। ক্যাম্পাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঋত্বিক দেব তার বক্তব্যে বলেন ‘আমি প্রথমে ধন্যবাদ জানাই সজিব ওয়াজেদ জয়কে এমন একটি গঠনমূলক চিন্তাধারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে’। অনুষ্ঠান শেষে উপাচার্য মহোদয় ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদের সাথে পরিষ্কার পরিছন্নতা অভিযানে যোগ দেন। বিজ্ঞপ্তি