দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
শোষিত বঞ্চিত অধিকার আদায়ের উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ।
দিবসটি পালন উপলক্ষে নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে দলীয় ও জাতীয়পতাকা উত্তোলন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত প্রার্থনার মাধ্যমে দিবসের শেষ হয়।
ঐতিহাসিক ২৩ জুন বুধবার সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ঐতিহাসিক এই কর্মসূচির তাৎপর্য তুলে ধরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলার আ’লীগের সিনিয়র সদস্য আব্দুল হান্নান, সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সিনিয়র সদস্য শফিকুল ইসলাম রতন,শফিকুল ইসলাম আর্মি, রফিকুল ইসলাম (রফিক), কামাল পাশা, বাংলা বাজার ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস ছামাদ, বোগলা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান শেখ চাঁন, আ’লীগ নেতা ইব্রাহিম মোহব্বত, উপজেলা যুবলীগের সভাপতি এম, আবুল হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, রাহানুল ইসলাম রবিন, জিয়া উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক শেখ ফরিদ সহ প্রমুখ।