শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে (বহিষ্কৃত) আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জালালাবাদ থানার এস আই মো. হারিস উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের কাজী তৌফিকুর রহমান তন্ময় নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। জালালাবাদ থানা দায়েরকৃত গত বছরের মার্চের ২১ তারিখের ১৭ নং মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে নগরীর আখালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।’
শাবি’র প্রক্টরের সাথে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গ্রেফতারকৃত কাজী তৌফিকুর রহমান তন্ময়সহ বিশ্ববিদ্যায়ের ১২ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত বছরের ২১ মার্চ বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। কাজী তৌফিকুর রহমান তন্ময় শাবির ছাত্রলীগের কার্যনিবাহী সদস্য এবং একই কারণে বহিষ্কৃত যুগ্ম সাধারণ স¤পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারী ছিলেন ।