স্টাফ রিপোর্টার :
সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে পরাস্ত হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে এ জয়-পরাজয় সীমান্ত সমস্যা নিয়ে। দুই দেশের সীমান্তরক্ষীদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে আয়োজিত প্রীতি ম্যাচেই বিএসএফকে পরাজিত করেছে বিজিবি।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ভলিবল খেলায় বিএসএফ ৪৪ ব্যাটালিয়নকে ২-০ সেটে পরাস্ত করে বিজয়ী হয় বিজিবি ৫ ব্যাটালিয়ন দল।
সিলেট সীমান্তের লাফার্জ বিওপির বিপরীতে ভারতের উল্কাবাও ক্যাম্পের আওতাধীন এলাকায় এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ভলিবল খেলায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (পরিচালক) লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এসএইচ পি কে আগরওয়াল।