জাতীয় বিশ্বববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ২ জুন বেলা ১ থেকে ২টা পর্যন্ত জিন্দাবাজার-আম্বরখানা রোড অবরোধ করা হয়। তার পূর্বে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে দুপুর ১২ টায় থেকে ১টা পর্যন্ত শহীদ মিনারে তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক সজল ছত্রী, এডভোকেট উজ্জ্বল রায়, শিক্ষক ফজলে রহমান চৌধুরী ফারহান, মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম, সরকারি করেজের আশীষ সেন, ঢাকা দক্ষিণ কলেজের প্রিয়াংকা রায়, এম.সি কলেজের সানজিদা আক্তার, মদন মোহন কলেজের সৈকত ভৌমিক, গোয়াইনঘাট কলেজের রিপন চন্দ,পলাশ কান্ত দাস, আল-আমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) বা ¯œাতক (পাস) কোর্সে ভর্তি হয়েছিলাম। পরবর্তী শিক্ষাবর্ষ ২০১৭-১৮ এ আমরা পুনরায় নতুন করে ভর্তি হয়ে প্রথম ভর্তির সেশন বাদ দিয়ে শিক্ষা জীবন পরিচালনা করছি। ২য় ভর্তির ক্ষেত্রে ১ম ভর্তির জন্য আমাদের কোনরূপ বাধা বা নিষেধাজ্ঞা হয় নাই। ইতিমধ্যে আমরা ইনকোর্স ও টিউটোরিয়াল পরীক্ষায়ও অংশগ্রহণ করেছি। আমাদের ১ম বর্ষ চূড়ান্ত পরীক্ষায় ফরম পূরণকে সামনে রেখে হঠাৎ করে ২০/০৫/২০১৮ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বৈত ভর্তি ক্ষেত্রে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক অথবা পাস কোর্সে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়ে ২০১৭ সালের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে ১ম ভর্তি বাতিলের জন্য জরিমানা ১০,০০০/- ও ভর্তি বাতিল ফি ৭০০/- টাকা এবং যে সকল শিক্ষার্থী ২০১৭ সালের ১ম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের প্রত্যেককে জরিমানা ৭৫০০/- টাকা ও বাতিল ফি ৭০০/- টাকা জমা দিয়ে ১ম ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রেজিষ্ট্রেশন কার্ড প্রদান করা হবে না। বিজ্ঞপ্তি