কাজিরবাজার ডেস্ক :
সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৬ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৩৬ জন। এদের মধ্যে বেশিরভাগই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক।
রোববার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে মাত্র তিনজন সিঙ্গাপুরিয়ান নাগরিক বা স্থায়ী অধিবাসী, বাকি সবাই অভিবাসী।
নগররাষ্ট্রটিতে এ পর্যন্ত মোট ২০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও ছয়জন করোনা রোগী অন্য কারণে মারা গেছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে এখন সর্বাধিক করোনা সংক্রমিত দেশ সিঙ্গাপুর। সেখানে প্রথম রোগী শনাক্তের অন্তত ১৩ সপ্তাহ পর গত ২২ এপ্রিল আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ায়। কিন্তু এরপর মাত্র দুই সপ্তাহেই আক্রান্ত হয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ।
সিঙ্গাপুর কর্তৃপক্ষের দাবি, দেশটিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে প্রকোপ বাড়লেও স্থায়ী অধিবাসীদের মধ্যে এর সংক্রমণ গত কয়েকদিনে অনেকটাই কমে এসেছে।