স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় কোম্পানীগঞ্জ তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আলফু মিয়ার বাড়ি ও বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালিয়ে এক ব্যক্তিকে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৮ টার দিকে বরইকান্দি ১০ নং রোডে এ হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটে। আহত আফতাব উদ্দিনকে (৫৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে চেয়ারম্যান আলফু মিয়ার ছেলে কাজী মুহিত তার বোনকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়িতে আসার সময় বরইকান্দি ৩নং রোডে তার গাড়ীটি গতিরোধ করে কয়েকজন যুবক। এ সময় যুবকরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে মুহিত তার বাড়িতে গিয়ে বোনকে পৌছে দিয়ে সেও তার ছোট ভাই কাজী বাইজিতকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসে। তখন ওই যুবকরা তাদের উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পুনরায় বাড়িতে আসে। দুর্বৃত্তরা তাদের বাড়িতে গিয়েও হামলা ভাংচুর চালায়। এ সময় তাদেরকে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের উপরও হামল চালালে প্রতিবেশী আফতাব উদ্দিন আহত হন। চেয়ারম্যান আলফু মিয়ার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা ফেরার সময় বাড়ির গেইট ও বরইকান্দি ১০ নং রোডের বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠান ভাংচুর করে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।